[74:48]
অতএব, সুপারিশকারীদের
সুপারিশ তাদের
কোন উপকারে আসবে না।
[74:49]
তাদের
কি হল যে, তারা উপদেশ থেকে
মুখ ফিরিয়ে নেয়?
[74:50]
যেন তারা
ইতস্ততঃ বিক্ষিপ্ত
গর্দভ।
[74:51]
হট্টগোলের
কারণে পলায়নপর।
[74:52]
বরং তাদের
প্রত্যেকেই চায়
তাদের প্রত্যেককে
একটি উম্মুক্ত
গ্রন্থ দেয়া হোক।
[74:53]
কখনও
না, বরং তারা
পরকালকে ভয় করে
না।
[74:54]
কখনও
না, এটা তো
উপদেশ মাত্র।
[74:55]
অতএব, যার ইচ্ছা, সে একে
স্মরণ করুক।
[74:56]
তারা
স্মরণ করবে না, কিন্তু
যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য
এবং ক্ষমার অধিকারী।
Al-Qiyâmah
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[75:1]
আমি শপথ
করি কেয়ামত দিবসের,
[75:2]
আরও শপথ
করি সেই মনের, যে নিজেকে
ধিক্কার দেয়-
[75:3]
মানুষ
কি মনে করে যে আমি
তার অস্থিসমূহ
একত্রিত করব না?
[75:4]
পরন্ত
আমি তার অংগুলিগুলো
পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত
করতে সক্ষম।
[75:5]
বরং মানুষ
তার ভবিষ্যত জীবনেও
ধৃষ্টতা করতে চায়
[75:6]
সে প্রশ্ন
করে-কেয়ামত দিবস
কবে?
[75:7]
যখন দৃষ্টি
চমকে যাবে,
[75:8]
চন্দ্র
জ্যোতিহীন হয়ে
যাবে।
[75:9]
এবং সূর্য
ও চন্দ্রকে একত্রিত
করা হবে-
[75:10]
সে দিন
মানুষ বলবেঃ পলায়নের
জায়গা কোথায় ?
[75:11]
না কোথাও
আশ্রয়স্থল নেই।
[75:12]
আপনার
পালনকর্তার কাছেই
সেদিন ঠাঁই হবে।
[75:13]
সেদিন
মানুষকে অবহিত
করা হবে সে যা সামনে
প্রেরণ করেছে
ও পশ্চাতে ছেড়ে
দিয়েছে।
[75:14]
বরং মানুষ
নিজেই তার নিজের
সম্পর্কে চক্ষুমান।
[75:15]
যদিও
সে তার অজুহাত
পেশ করতে চাইবে।
[75:16]
তাড়াতাড়ি
শিখে নেয়ার জন্যে
আপনি দ্রুত ওহী
আবৃত্তি করবেন
না।
[75:17]
এর সংরক্ষণ
ও পাঠ আমারই দায়িত্ব।
[75:18]
অতঃপর
আমি যখন তা পাঠ
করি, তখন আপনি
সেই পাঠের অনুসরণ করুন।
[75:19]
এরপর
বিশদ বর্ণনা আমারই
দায়িত্ব।