[75:20]
কখনও
না, বরং তোমরা
পার্থিব জীবনকে
ভালবাস
[75:21]
এবং পরকালকে
উপেক্ষা কর।
[75:22]
সেদিন
অনেক মুখমন্ডল
উজ্জ্বল হবে।
[75:23]
তারা
তার পালনকর্তার
দিকে তাকিয়ে থাকবে।
[75:24]
আর অনেক
মুখমন্ডল সেদিন
উদাস হয়ে পড়বে।
[75:25]
তারা
ধারণা করবে যে, তাদের
সাথে কোমর-ভাঙ্গা
আচরণ করা হবে।
[75:26]
কখনও
না, যখন প্রাণ
কন্ঠাগত হবে।
[75:27]
এবং বলা
হবে, কে ঝাড়বে
[75:28]
এবং সে
মনে করবে যে, বিদায়ের
ক্ষণ এসে গেছে।
[75:29]
এবং গোছা
গোছার সাথে জড়িত
হয়ে যাবে।
[75:30]
সেদিন, আপনার
পালনকর্তার নিকট
সবকিছু নীত হবে।
[75:31]
সে বিশ্বাস
করেনি এবং নামায
পড়েনি;
[75:32]
পরন্ত
মিথ্যারোপ করেছে
ও পৃষ্ঠ প্রদর্শন
করেছে।
[75:33]
অতঃপর
সে দম্ভভরে পরিবার-পরিজনের
নিকট ফিরে গিয়েছে।
[75:34]
তোমার
দুর্ভোগের উপর
দুর্ভোগ।
[75:35]
অতঃপর, তোমার
দুর্ভোগের উপর
দূর্ভোগ।
[75:36]
মানুষ
কি মনে করে যে, তাকে এমনি
ছেড়ে দেয়া হবে?
[75:37]
সে কি
স্খলিত বীর্য ছিল
না?
[75:38]
অতঃপর
সে ছিল রক্তপিন্ড, অতঃপর
আল্লাহ তাকে সৃষ্টি করেছেন
এবং সুবিন্যস্ত
করেছেন।
[75:39]
অতঃপর
তা থেকে সৃষ্টি
করেছেন যুগল নর
ও নারী।
[75:40]
তবুও
কি সেই আল্লাহ
মৃতদেরকে জীবিত
করতে সক্ষম নন?
Al-Insân
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[76:1]
মানুষের
উপর এমন কিছু সময়
অতিবাহিত হয়েছে
যখন সে উল্লেখযোগ্য
কিছু ছিল না।
[76:2]
আমি মানুষকে
সৃষ্টি করেছি মিশ্র
শুক্রবিন্দু থেকে, এভাবে
যে, তাকে পরীক্ষা
করব অতঃপর তাকে
করে দিয়েছি শ্রবণ
ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
[76:3]
আমি তাকে
পথ দেখিয়ে দিয়েছি। এখন সে
হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ
হয়।
[76:4]
আমি অবিশ্বাসীদের
জন্যে প্রস্তুত
রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত
অগ্নি।
[76:5]
নিশ্চয়ই
সৎকর্মশীলরা
পান করবে কাফুর
মিশ্রিত পানপাত্র।