[76:26]

রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন

[76:27]

নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে

[76:28]

আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব

[76:29]

এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক

[76:30]

আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে নাআল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়

[76:31]

তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেনআর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি

 

Al-Mursalât

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[77:1]

কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

[77:2]

সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

[77:3]

মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

[77:4]

মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

[77:5]

ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

[77:6]

ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে

[77:7]

নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে

[77:8]

অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

[77:9]

যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

[77:10]

যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

[77:11]

যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

[77:12]

এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

[77:13]

বিচার দিবসের জন্য

[77:14]

আপনি জানেন বিচার দিবস কি?

[77:15]

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে

[77:16]

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

[77:17]

অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে

[77:18]

অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি

[77:19]

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে