[78:31]
পরহেযগারদের
জন্যে রয়েছে সাফল্য।
[78:32]
উদ্যান, আঙ্গুর,
[78:33]
সমবয়স্কা, পূর্ণযৌবনা
তরুণী।
[78:34]
এবং পূর্ণ
পানপাত্র।
[78:35]
তারা
তথায় অসার ও মিথ্যা
বাক্য শুনবে না।
[78:36]
এটা আপনার
পালনকর্তার তরফ
থেকে যথোচিত দান,
[78:37]
যিনি
নভোমন্ডল, ভূমন্ডল
ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর
পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর
সাথে কথার অধিকারী
হবে না।
[78:38]
যেদিন
রূহ ও ফেরেশতাগণ
সারিবদ্ধভাবে
দাঁড়াবে। দয়াময় আল্লাহ
যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত
কেউ কথা বলতে পারবে
না এবং সে সত্যকথা বলবে।
[78:39]
এই দিবস
সত্য। অতঃপর যার
ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা
তৈরী করুক।
[78:40]
আমি তোমাদেরকে
আসন্ন শাস্তি সম্পর্কে
সতর্ক করলাম, যেদিন
মানুষ প্রত্যেক্ষ
করবে যা সে সামনে
প্রেরণ করেছে এবং
কাফের বলবেঃ হায়, আফসোস-আমি
যদি মাটি হয়ে যেতাম।
An-Nâzi‘ât
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[79:1]
শপথ সেই
ফেরেশতাগণের, যারা ডুব
দিয়ে আত্মা উৎপাটন করে,
[79:2]
শপথ তাদের, যারা আত্মার
বাঁধন খুলে দেয়
মৃদুভাবে;
[79:3]
শপথ তাদের, যারা সন্তরণ
করে দ্রুতগতিতে,
[79:4]
শপথ তাদের, যারা দ্রুতগতিতে
অগ্রসর হয় এবং
[79:5]
শপথ তাদের, যারা সকল
কর্মনির্বাহ করে, কেয়ামত
অবশ্যই হবে।
[79:6]
যেদিন
প্রকম্পিত করবে
প্রকম্পিতকারী,
[79:7]
অতঃপর
পশ্চাতে আসবে পশ্চাদগামী;
[79:8]
সেদিন
অনেক হৃদয় ভীত-বিহবল
হবে।
[79:9]
তাদের
দৃষ্টি নত হবে।
[79:10]
তারা
বলেঃ আমরা কি উলটো
পায়ে প্রত্যাবর্তিত
হবই-
[79:11]
গলিত
অস্থি হয়ে যাওয়ার
পরও?
[79:12]
তবে তো
এ প্রত্যাবর্তন
সর্বনাশা হবে!
[79:13]
অতএব, এটা তো
কেবল এক মহা-নাদ,
[79:14]
তখনই
তারা ময়দানে আবির্ভূত
হবে।
[79:15]
মূসার
বৃত্তান্ত আপনার
কাছে পৌছেছে কি?