Al-Qadr

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[97:1]

আমি একে নাযিল করেছি শবে-কদরে

[97:2]

শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?

[97:3]

শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

[97:4]

এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে

[97:5]

এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে

 

Al-Bayyinah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[98:1]

আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত

[98:2]

অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,

[98:3]

যাতে আছে, সঠিক বিষয়বস্তু

[98:4]

অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই

[98:5]

তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবেএটাই সঠিক ধর্ম

[98:6]

আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবেতারাই সৃষ্টির অধম

[98:7]

যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা