[98:8]

তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিততারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্টএটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর

 

Al-Zalzalah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[99:1]

যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,

[99:2]

যখন সে তার বোঝা বের করে দেবে

[99:3]

এবং মানুষ বলবে, এর কি হল ?

[99:4]

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

[99:5]

কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন

[99:6]

সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়

[99:7]

অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাব

[99:8]

এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে

 

Al-‘Adiyât

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[100:1]

শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

[100:2]

অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

[100:3]

অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

[100:4]

ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত কর

[100:5]

অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

[100:6]

নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ

[100:7]

এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

[100:8]

এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত

[100:9]

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে