[100:10]

এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

[100:11]

সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত

 

Al-Qâri‘ah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[101:1]

করাঘাতকারী,

[101:2]

করাঘাতকারী কি?

[101:3]

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?

[101:4]

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত

[101:5]

এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত

[101:6]

অতএব যার পাল্লা ভারী হবে,

[101:7]

সে সুখীজীবন যাপন করবে

[101:8]

আর যার পাল্লা হালকা হবে,

[101:9]

তার ঠিকানা হবে হাবিয়া

[101:10]

আপনি জানেন তা কি?

[101:11]

প্রজ্জ্বলিত অগ্নি!

 

At-Takâthur

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[102:1]

প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

[102:2]

এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও

[102:3]

এটা কখনও উচিত নয়তোমরা সত্ত্বরই জেনে নেবে

[102:4]

অতঃপর এটা কখনও উচিত নয়তোমরা সত্ত্বরই জেনে নেবে

[102:5]

কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে

[102:6]

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

[102:7]

অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

[102:8]

এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে