Al-‘Asr
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[103:1]
কসম যুগের
(সময়ের),
[103:2]
নিশ্চয়
মানুষ ক্ষতিগ্রস্ত;
[103:3]
কিন্তু
তারা নয়, যারা বিশ্বাস
স্থাপন করে ও সৎকর্ম করে এবং
পরস্পরকে তাকীদ
করে সত্যের এবং
তাকীদ করে সবরের।
Al-Humazah
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[104:1]
প্রত্যেক
পশ্চাতে ও সম্মুখে
পরনিন্দাকারীর
দুর্ভোগ,
[104:2]
যে অর্থ
সঞ্চিত করে ও গণনা
করে
[104:3]
সে মনে
করে যে, তার অর্থ চিরকাল
তার সাথে থাকবে!
[104:4]
কখনও
না, সে অবশ্যই
নিক্ষিপ্ত হবে
পিষ্টকারীর মধ্যে।
[104:5]
আপনি
কি জানেন, পিষ্টকারী
কি?
[104:6]
এটা আল্লাহর
প্রজ্জ্বলিত অগ্নি,
[104:7]
যা হৃদয়
পর্যন্ত পৌছবে।
[104:8]
এতে তাদেরকে
বেঁধে দেয়া হবে,
[104:9]
লম্বা
লম্বা খুঁটিতে।
Al-Fîl
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[105:1]
আপনি
কি দেখেননি আপনার
পালনকর্তা হস্তীবাহিনীর
সাথে কিরূপ ব্যবহার
করেছেন?
[105:2]
তিনি
কি তাদের চক্রান্ত
নস্যাৎ করে দেননি?
[105:3]
তিনি
তাদের উপর প্রেরণ
করেছেন ঝাঁকে ঝাঁকে
পাখী,
[105:4]
যারা
তাদের উপর পাথরের
কংকর নিক্ষেপ করছিল।
[105:5]
অতঃপর
তিনি তাদেরকে ভক্ষিত
তৃণসদৃশ করে দেন।