Al-Kâfirûn

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[109:1]

বলুন, হে কাফেরকূল,

[109:2]

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর

[109:3]

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

[109:4]

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর

[109:5]

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি

[109:6]

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে

 

An-Nasr

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[110:1]

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

[110:2]

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

[110:3]

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুননিশ্চয় তিনি ক্ষমাকারী

 

Al-Masad

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[111:1]

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

[111:2]

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে

[111:3]

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

[111:4]

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

[111:5]

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে