[3:133]
তোমরা
তোমাদের পালনকর্তার
ক্ষমা এবং জান্নাতের
দিকে ছুটে যাও যার
সীমানা হচ্ছে আসমান
ও যমীন, যা তৈরী করা হয়েছে
পরহেযগারদের জন্য।
[3:134]
যারা
স্বচ্ছলতায় ও অভাবের
সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে
সংবরণ করে আর মানুষের
প্রতি ক্ষমা প্রদর্শন
করে, বস্তুতঃ
আল্লাহ সৎকর্মশীলদিগকেই
ভালবাসেন।
[3:135]
তারা
কখনও কোন অশ্লীল
কাজ করে ফেললে
কিংবা কোন মন্দ কাজে জড়িত
হয়ে নিজের উপর
জুলুম করে ফেললে
আল্লাহকে স্মরণ
করে এবং নিজের
পাপের জন্য ক্ষমা
প্রার্থনা করে। আল্লাহ
ছাড়া আর কে পাপ
ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের
জন্য হঠকারিতা
প্রদর্শন করে না
এবং জেনে-শুনে
তাই করতে থাকে
না।
[3:136]
তাদেরই
জন্য প্রতিদান
হলো তাদের পালনকর্তার
ক্ষমা ও জান্নাত, যার তলদেশে
প্রবাহিত হচ্ছে
প্রস্রবণ যেখানে
তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে
তাদের জন্য কতইনা
চমৎকার প্রতিদান।
[3:137]
তোমাদের
আগে অতীত হয়েছে
অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে
ভ্রমণ কর এবং দেখ
যারা মিথ্যা প্রতিপন্ন
করেছে তাদের পরিণতি
কি হয়েছে।
[3:138]
এই হলো
মানুষের জন্য বর্ণনা। আর যারা
ভয় করে তাদের জন্য উপদেশবাণী।
[3:139]
আর তোমরা
নিরাশ হয়ো না
এবং দুঃখ করো
না।
যদি তোমরা
মুমিন হও তবে, তোমরাই
জয়ী হবে।
[3:140]
তোমরা
যদি আহত হয়ে থাক, তবে তারাও
তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে
আমি মানুষের মধ্যে
পালাক্রমে আবর্তন
ঘটিয়ে থাকি। এভাবে আল্লাহ
জানতে চান কারা
ঈমানদার আর তিনি
তোমাদের কিছু
লোককে শহীদ হিসাবে
গ্রহণ করতে চান। আর আল্লাহ
অত্যাচারীদেরকে
ভালবাসেন না।