[3:158]
আর তোমরা
মৃত্যুই বরণ কর
অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ
তা’আলার সামনেই
সমবেত হবে।
[3:159]
আল্লাহর
রহমতেই আপনি তাদের
জন্য কোমল হৃদয়
হয়েছেন পক্ষান্তরে
আপনি যদি রাগ ও
কঠিন হৃদয় হতেন
তাহলে তারা আপনার
কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই
আপনি তাদের ক্ষমা
করে দিন এবং তাদের
জন্য মাগফেরাত
কামনা করুন এবং কাজে
কর্মে তাদের পরামর্শ
করুন। অতঃপর যখন
কোন কাজের সিদ্ধান্ত
গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ
তা’আলার উপর
ভরসা করুন আল্লাহ
তাওয়াক্কুল কারীদের
ভালবাসেন।
[3:160]
যদি আল্লাহ
তোমাদের সহায়তা
করেন, তাহলে
কেউ তোমাদের উপর পরাক্রান্ত
হতে পারবে না। আর যদি
তিনি তোমাদের
সাহায্য না করেন, তবে এমন
কে আছে,
যে তোমাদের
সাহায্য করতে পারে? আর আল্লাহর
ওপরই মুসলমানগনের
ভরসা করা উচিত।
[3:161]
আর কোন
বিষয় গোপন করে
রাখা নবীর কাজ
নয়।
আর যে
লোক গোপন করবে
সে কিয়ামতের দিন
সেই গোপন বস্তু
নিয়ে আসবে। অতঃপর
পরিপূর্ণভাবে
পাবে প্রত্যেকে, যা সে
অর্জন করেছে। আর তাদের
প্রতি কোন অন্যায়
করা হবে না।
[3:162]
যে লোক
আল্লাহর ইচ্ছার
অনুগত, সে কি ঐ লোকের
সমান হতে পারে, যে আল্লাহর
রোষ অর্জন করেছে? বস্তুতঃ
তার ঠিকানা হল
দোযখ। আর তা কতইনা
নিকৃষ্ট অবস্থান!
[3:163]
আল্লাহর
নিকট মানুষের মর্যাদা
বিভিন্ন স্তরের
আর আল্লাহ দেখেন
যা কিছু তারা করে।
[3:164]
আল্লাহ
ঈমানদারদের উপর
অনুগ্রহ করেছেন
যে, তাদের
মাঝে তাদের নিজেদের
মধ্য থেকে নবী
পাঠিয়েছেন। তিনি তাদের
জন্য তাঁর আয়াতসমূহ
পাঠ করেন। তাদেরকে
পরিশোধন করেন
এবং তাদেরকে কিতাব
ও কাজের কথা শিক্ষা
দেন। বস্তুতঃ তারা ছিল
পূর্ব থেকেই পথভ্রষ্ট।
[3:165]
যখন তোমাদের
উপর একটি মুসীবত
এসে পৌছাল, অথচ তোমরা তার পূর্বেই
দ্বিগুণ কষ্টে
পৌছে গিয়েছ, তখন কি
তোমরা বলবে, এটা কোথা
থেকে এল? তাহলে বলে দাও, এ কষ্ট
তোমাদের উপর পৌছেছে
তোমারই পক্ষ থেকে। নিশ্চয়ই
আল্লাহ প্রত্যেক
বিষয়ের উপর ক্ষমতাশীল।