[3:187]
আর আল্লাহ
যখন আহলে কিতাবদের
কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ
করলেন যে, তা মানুষের
নিকট বর্ণনা করবে
এবং গোপন করবে
না, তখন তারা
সে প্রতিজ্ঞাকে
নিজেদের পেছনে
ফেলে রাখল আর তার
কেনা-বেচা করল
সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং
কতই না মন্দ তাদের
এ বেচা-কেনা।
[3:188]
তুমি
মনে করো না, যারা নিজেদের
কৃতকর্মের উপর আনন্দিত
হয় এবং না করা বিষয়ের
জন্য প্রশংসা কামনা
করে, তারা আমার
নিকট থেকে অব্যাহতি
লাভ করেছে। বস্তুতঃ
তাদের জন্যে রয়েছে
বেদনাদায়ক আযাব।
[3:189]
আর আল্লাহর
জন্যই হল আসমান
ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে
ক্ষমতার অধিকারী।
[3:190]
নিশ্চয়
আসমান ও যমীন সৃষ্টিতে
এবং রাত্রি ও দিনের আবর্তনে
নিদর্শন রয়েছে
বোধ সম্পন্ন লোকদের
জন্যে।
[3:191]
যাঁরা
দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায়
আল্লাহকে স্মরণ করে এবং
চিন্তা গবেষণা
করে আসমান ও জমিন
সৃষ্টির বিষযে, (তারা বলে)
পরওয়ারদেগার! এসব তুমি
অনর্থক সৃষ্টি
করনি। সকল পবিত্রতা
তোমারই, আমাদিগকে তুমি
দোযখের শাস্তি
থেকে বাঁচাও।
[3:192]
হে আমাদের
পালনকর্তা! নিশ্চয়
তুমি যাকে দোযখে নিক্ষেপ
করলে তাকে সবসময়ে
অপমানিত করলে; আর জালেমদের
জন্যে তো সাহায্যকারী
নেই।
[3:193]
হে আমাদের
পালনকর্তা! আমরা
নিশ্চিতরূপে শুনেছি
একজন আহবানকারীকে
ঈমানের প্রতি আহবান
করতে যে, তোমাদের পালনকর্তার
প্রতি ঈমান আন; তাই আমরা
ঈমান এনেছি। হে আমাদের
পালনকর্তা! অতঃপর
আমাদের সকল গোনাহ
মাফ কর এবং আমাদের
সকল দোষত্রুটি
দুর করে দাও, আর আমাদের
মৃত্যু দাও নেক
লোকদের সাথে।
[3:194]
হে আমাদের
পালনকর্তা! আমাদেরকে
দাও, যা তুমি
ওয়াদা করেছ তোমার
রসূলগণের মাধ্যমে
এবং কিয়ামতের দিন
আমাদিগকে তুমি
অপমানিত করো না। নিশ্চয়
তুমি ওয়াদা খেলাফ
করো না।