An-Nisâ’
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[4:1]
হে মানব
সমাজ! তোমরা তোমাদের
পালনকর্তাকে ভয়
কর, যিনি তোমাদেরকে
এক ব্যক্তি থেকে
সৃষ্টি করেছেন
এবং যিনি তার থেকে
তার সঙ্গীনীকে সৃষ্টি
করেছেন; আর বিস্তার করেছেন
তাদের দু’জন থেকে
অগণিত পুরুষ ও
নারী। আর আল্লাহকে
ভয় কর, যাঁর
নামে তোমরা একে
অপরের নিকট যাচঞ্ঝা
করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের
ব্যাপারে সতর্কতা
অবলম্বন কর। নিশ্চয়
আল্লাহ তোমাদের
ব্যাপারে সচেতন রয়েছেন।
[4:2]
এতীমদেরকে
তাদের সম্পদ বুঝিয়ে
দাও। খারাপ
মালামালের সাথে ভালো
মালামালের অদল-বদল
করো না। আর তাদের
ধন-সম্পদ নিজেদের
ধন-সম্পদের সাথে সংমিশ্রিত
করে তা গ্রাস করো
না।
নিশ্চয়
এটা বড়ই মন্দ কাজ।
[4:3]
আর যদি
তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের
হক যথাথভাবে পুরণ করতে
পারবে না, তবে সেসব
মেয়েদের মধ্যে
থেকে যাদের ভাল
লাগে তাদের বিয়ে
করে নাও দুই, তিন, কিংবা
চারটি পর্যন্ত। আর যদি
এরূপ আশঙ্কা কর
যে, তাদের
মধ্যে ন্যায় সঙ্গত
আচরণ বজায় রাখতে
পারবে না, তবে, একটিই
অথবা তোমাদের
অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে
জড়িত না হওয়ার
অধিকতর সম্ভাবনা।
[4:4]
আর তোমরা
স্ত্রীদেরকে তাদের
মোহর দিয়ে দাও
খুশীমনে। তারা যদি
খুশী হয়ে তা থেকে
অংশ ছেড়ে দেয়, তবে তা
তোমরা স্বাচ্ছন্দ্যে
ভোগ কর।
[4:5]
আর যে
সম্পদকে আল্লাহ
তোমাদের জীবন-যাত্রার
অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের
হাতে তুলে দিও
না।
বরং তা
থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে
সান্তনার বানী
শোনাও।
[4:6]
আর এতীমদের
প্রতি বিশেষভাবে
নজর রাখবে, যে পর্যন্ত
না তারা বিয়ের বয়সে
পৌঁছে। যদি তাদের
মধ্যে বুদ্ধি-বিবেচনার
উন্মেষ আঁচ করতে
পার, তবে তাদের
সম্পদ তাদের হাতে
অর্পন করতে পার। এতীমের
মাল প্রয়োজনাতিরিক্ত
খরচ করো না বা
তারা বড় হয়ে যাবে
মনে করে তাড়াতাড়ি
খেয়ে ফেলো না। যারা স্বচ্ছল
তারা অবশ্যই এতীমের
মাল খরচ করা থেকে
বিরত থাকবে। আর যে
অভাবগ্রস্ত সে
সঙ্গত পরিমাণ খেতে পারে। যখন তাদের
হাতে তাদের সম্পদ
প্রত্যার্পণ কর, তখন সাক্ষী
রাখবে। অবশ্য আল্লাহই
হিসাব নেয়ার ব্যাপারে
যথেষ্ট।