[4:15]
আর তোমাদের
নারীদের মধ্যে
যারা ব্যভিচারিণী
তাদের বিরুদ্ধে
তোমাদের মধ্য
থেকে চার জন পুরুষকে
সাক্ষী হিসেবে
তলব কর। অতঃপর যদি তারা সাক্ষ্য
প্রদান করে তবে
সংশ্লিষ্টদেরকে
গৃহে আবদ্ধ রাখ, যে পর্যন্ত
মৃত্যু তাদেরকে
তুলে না নেয় অথবা
আল্লাহ তাদের জন্য
অন্য কোন পথ নির্দেশ
না করেন।
[4:16]
তোমাদের
মধ্য থেকে যে দু’জন সেই
কুকর্মে লিপ্ত
হয়, তাদেরকে
শাস্তি প্রদান
কর।
অতঃপর
যদি উভয়ে তওবা
করে এবং নিজেদের
সংশোধন করে, তবে তাদের
থেকে হাত গুটিয়ে
নাও। নিশ্চয়
আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু।
[4:17]
অবশ্যই
আল্লাহ তাদের তওবা
কবুল করবেন, যারা ভূলবশতঃ মন্দ কাজ
করে, অতঃপর
অনতিবিলম্বে তওবা
করে; এরাই হল
সেসব লোক যাদেরকে
আল্লাহ ক্ষমা
করে দেন। আল্লাহ
মহাজ্ঞানী, রহস্যবিদ।
[4:18]
আর এমন
লোকদের জন্য কোন
ক্ষমা নেই, যারা মন্দ
কাজ করতেই থাকে, এমন কি
যখন তাদের কারো
মাথার উপর মৃত্যু
উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ
আমি এখন তওবা করছি। আর তওবা
নেই তাদের জন্য, যারা কুফরী
অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের
জন্য যন্ত্রণাদায়ক
শাস্তি প্রস্তুত
করে রেখেছি।
[4:19]
হে ঈমাণদারগণ!
বলপূর্বক নারীদেরকে
উত্তরাধিকারে
গ্রহন করা তোমাদের
জন্যে হালাল নয়
এবং তাদেরকে আটক
রেখো না যাতে
তোমরা তাদেরকে
যা প্রদান করেছ তার
কিয়দংশ নিয়ে নাও; কিন্তু
তারা যদি কোন
প্রকাশ্য অশ্লীলতা
করে! নারীদের সাথে
সদ্ভাবে জীবন-যাপন
কর।
অতঃপর
যদি তাদেরকে অপছন্দ
কর, তবে হয়ত তোমরা
এমন এক জিনিসকে
অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ
রেখেছেন।