[4:20]
যদি তোমরা
এক স্ত্রীর স্থলে
অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা
কর এবং তাদের একজনকে
প্রচুর ধন-সম্পদ
প্রদান করে থাক, তবে তা
থেকে কিছুই ফেরত
গ্রহণ করো না। তোমরা
কি তা অন্যায়ভাবে
ও প্রকাশ্য গোনাহর
মাধ্যমে গ্রহণ
করবে?
[4:21]
তোমরা
কিরূপে তা গ্রহণ
করতে পার, অথচ তোমাদের
একজন অন্য জনের
কাছে গমন এবং নারীরা
তোমাদের কাছে
থেকে সুদৃঢ় অঙ্গীকার
গ্রহণ করেছে।
[4:22]
যে নারীকে
তোমাদের পিতা-পিতামহ
বিবাহ করেছে তোমরা তাদের
বিবাহ করো না। কিন্তু
যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গযবের
কাজ এবং নিকৃষ্ট
আচরণ।
[4:23]
তোমাদের
জন্যে হারাম করা
হয়েছে তোমাদের
মাতা, তোমাদের
কন্যা, তোমাদের বোন, তোমাদের
ফুফু, তোমাদের
খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা
তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে
স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের
স্ত্রীদের মাতা, তোমরা
যাদের সাথে সহবাস
করেছ সে স্ত্রীদের কন্যা
যারা তোমাদের
লালন-পালনে আছে। যদি তাদের
সাথে সহবাস না
করে থাক, তবে এ বিবাহে তোমাদের
কোন গোনাহ নেই। তোমাদের
ঔরসজাত পুত্রদের
স্ত্রী এবং দুই বোনকে
একত্রে বিবাহ করা; কিন্তু
যা অতীত হয়ে গেছে। নিশ্চয়
আল্লাহ ক্ষমাকরী, দয়ালু।