[4:60]
আপনি
কি তাদেরকে দেখেননি, যারা দাবী
করে যে, যা আপনার প্রতি
অবর্তীর্ণ হয়েছে
আমরা সে বিষয়ের
উপর ঈমান এনেছি
এবং আপনার পূর্বে
যা অবর্তীণ হয়েছে। তারা বিরোধীয়
বিষয়কে শয়তানের
দিকে নিয়ে যেতে
চায়, অথচ তাদের প্রতি
নির্দেশ হয়েছে, যাতে তারা
ওকে মান্য না করে। পক্ষান্তরে
শয়তান তাদেরকে প্রতারিত
করে পথভ্রষ্ট করে
ফেলতে চায়।
[4:61]
আর যখন
আপনি তাদেরকে বলবেন, আল্লাহর
নির্দেশের দিকে এসো-যা
তিনি রসূলের প্রতি
নাযিল করেছেন, তখন আপনি
মুনাফেকদিগকে
দেখবেন, ওরা আপনার কাছ
থেকে সম্পূর্ণ
ভাবে সরে যাচ্ছে।
[4:62]
এমতাবস্থায়
যদি তাদের কৃতকর্মের
দরুন বিপদ আরোপিত হয়, তবে তাতে
কি হল! অতঃপর তারা
আপনার কাছে আল্লাহর
নামে কসম খেয়ে
খেয়ে ফিরে আসবে যে, মঙ্গল
ও সম্প্রীতি ছাড়া
আমাদের অন্য কোন
উদ্দেশ্য ছিল না।
[4:63]
এরা হলো
সে সমস্ত লোক, যাদের
মনের গোপন বিষয় সম্পর্কেও
আল্লাহ তা’আলা অবগত। অতএব, আপনি ওদেরকে
উপেক্ষা করুন এবং
ওদেরকে সদুপদেশ
দিয়ে এমন কোন
কথা বলুন যা তাদের
জন্য কল্যাণকর।
[4:64]
বস্তুতঃ
আমি একমাত্র এই
উদ্দেশ্যেই রসূল
প্রেরণ করেছি, যাতে আল্লাহর
নির্দেশানুযায়ী
তাঁদের আদেশ-নিষেধ
মান্য করা হয়। আর সেসব লোক যখন
নিজেদের অনিষ্ট
সাধন করেছিল, তখন যদি
আপনার কাছে আসত
অতঃপর আল্লাহর নিকট ক্ষমা
প্রার্থনা করত
এবং রসূলও যদি
তাদেরকে ক্ষমা
করিয়ে দিতেন। অবশ্যই
তারা আল্লাহকে
ক্ষমাকারী, মেহেরবানরূপে
পেত।
[4:65]
অতএব, তোমার
পালনকর্তার কসম, সে লোক
ঈমানদার হবে না, যতক্ষণ
না তাদের মধ্যে
সৃষ্ট বিবাদের
ব্যাপারে তোমাকে
ন্যায়বিচারক বলে
মনে না করে। অতঃপর
তোমার মীমাংসার
ব্যাপারে নিজের
মনে কোন রকম সংকীর্ণতা
পাবে না এবং তা
হূষ্টচিত্তে কবুল
করে নেবে।