[4:66]
আর যদি
আমি তাদের নির্দেশ
দিতাম যে, নিজেদের
প্রাণ ধ্বংস করে
দাও কিংবা নিজেদের
নগরী ছেড়ে বেরিয়ে
যাও, তবে তারা
তা করত না; অবশ্য তাদের
মধ্যে অল্প কয়েকজন। যদি তারা
তাই করে যা তাদের
উপদেশ দেয়া হয়, তবে তা অবশ্যই
তাদের জন্য উত্তম
এং তাদেরকে নিজের
ধর্মের উপর সুদৃঢ়
রাখার জন্য তা
উত্তম হবে।
[4:67]
আর তখন
অবশ্যই আমি তাদেরকে
নিজের পক্ষ থেকে
মহান সওয়াব দেব।
[4:68]
আর তাদেরকে
সরল পথে পরিচালিত
করব।
[4:69]
আর যে
কেউ আল্লাহর হুকুম
এবং তাঁর রসূলের
হুকুম মান্য করবে, তাহলে
যাঁদের প্রতি আল্লাহ
নেয়ামত দান করেছেন, সে তাঁদের
সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও
সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের
সান্নিধ্যই হল উত্তম।
[4:70]
এটা হল
আল্লাহ-প্রদত্ত
মহত্ত্ব। আর আল্লাহ
যথেষ্ট পরিজ্ঞাত।
[4:71]
হে ঈমানদারগণ!
নিজেদের অস্ত্র
তুলে নাও এবং পৃথক
পৃথক সৈন্যদলে
কিংবা সমবেতভাবে
বেরিয়ে পড়।
[4:72]
আর তোমাদের
মধ্যে এমনও কেউ
কেউ রয়েছে, যারা অবশ্য বিলম্ব
করবে এবং তোমাদের
উপর কোন বিপদ
উপস্থিত হলে বলবে, আল্লাহ
আমার প্রতি অনুগ্রহ
করেছেন যে, আমি তাদের
সাথে যাইনি।
[4:73]
পক্ষান্তরে
তোমাদের প্রতি
আল্লাহর পক্ষ থেকে
কোন অনুগ্রহ আসলে
তারা এমন ভাবে
বলতে শুরু করবে
যেন তোমাদের মধ্যে
এবং তাদের মধ্যে কোন মিত্রতাই
ছিল না। (বলবে) হায়, আমি যদি
তাদের সাথে থাকতাম, তাহলে
আমি ও যে সফলতা
লাভ করতাম।
[4:74]
কাজেই
আল্লাহর কাছে যারা
পার্থিব জীবনকে
আখেরাতের পরিবর্তে
বিক্রি করে দেয়
তাদের জেহাদ করাই
কর্তব্য। বস্তুতঃ
যারা আল্লাহর রাহে লড়াই করে
এবং অতঃপর মৃত্যুবরণ
করে কিংবা বিজয়
অর্জন করে, আমি তাদেরকে
মহাপুণ্য দান করব।