[4:80]
যে লোক
রসূলের হুকুম মান্য
করবে সে আল্লাহরই
হুকুম মান্য করল। আর যে
লোক বিমুখতা অবলম্বন
করল, আমি আপনাকে
(হে মুহাম্মদ), তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী
নিযুক্ত করে পাঠাইনি।
[4:81]
আর তারা
বলে, আপনার
আনুগত্য করি। অতঃপর
আপনার নিকট থেকে বেরিয়ে
গেলেই তাদের মধ্য
থেকে কেউ কেউ পরামর্শ
করে রাতের বেলায়
সে কথার পরিপন্থী
যা তারা আপনার
সাথে বলেছিল। আর আল্লাহ
লিখে নেন, সে সব
পরামর্শ যা তারা করে থাকে। সুতরাং
আপনি তাদের ব্যাপারে
নিস্পৃহতা অবলম্বন
করুন এবং ভরসা
করুন আল্লাহর উপর, আল্লাহ
হলেন যথেষ্ট ও
কার্যসম্পাদনকারী।
[4:82]
এরা কি
লক্ষ্য করে না
কোরআনের প্রতি? পক্ষান্তরে
এটা যদি আল্লাহ
ব্যতীত অপর কারও
পক্ষ থেকে হত, তবে এতো
অবশ্যই বহু বৈপরিত্য
দেখতে পেত।
[4:83]
আর যখন
তাদের কছে পৌঁছে
কোন সংবাদ শান্তি-সংক্রান্ত কিংবা
ভয়ের, তখন
তারা সেগুলোকে
রটিয়ে দেয়। আর যদি
সেগুলো পৌঁছে
দিত রসূল পর্যন্ত
কিংবা তাদের শাসকদের
পর্যন্ত, তখন অনুসন্ধান
করে দেখা যেত সেসব
বিষয়, যা তাতে রয়েছে
অনুসন্ধান করার
মত।
বস্তুতঃ
আল্লাহর অনুগ্রহ
ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান
না থাকত তবে তোমাদের
অল্প কতিপয় লোক
ব্যতীত সবাই শয়তানের
অনুসরণ করতে শুরু
করত!
[4:84]
আল্লাহর
রাহে যুদ্ধ করতে
থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত
অন্য কোন বিষয়ের
যিম্মাদার নন!
আর আপনি মুসলমানদেরকে
উৎসাহিত করতে থাকুন। শীঘ্রই
আল্লাহ কাফেরদের
শক্তি-সামর্থ খর্ব
করে দেবেন। আর আল্লাহ শক্তি-সামর্থের
দিক দিয়ে অত্যন্ত
কঠোর এবং কঠিন
শাস্তিদাতা।
[4:85]
যে লোক
সৎকাজের জন্য
কোন সুপারিশ করবে, তা থেকে
সেও একটি অংশ পাবে। আর যে
লোক সুপারিশ করবে
মন্দ কাজের জন্যে
সে তার বোঝারও
একটি অংশ পাবে। বস্তুতঃ
আল্লাহ সর্ব বিষয়ে
ক্ষমতাশীল।
[4:86]
আর তোমাদেরকে
যদি কেউ দোয়া
করে, তাহলে
তোমরাও তার জন্য দোয়া
কর; তারচেয়ে
উত্তম দোয়া অথবা
তারই মত ফিরিয়ে
বল।
নিশ্চয়ই
আল্লাহ সর্ব বিষয়ে
হিসাব-নিকাশ গ্রহণকারী।