[4:87]
আল্লাহ
ব্যতীত আর কোনোই
উপাস্য নেই। অবশ্যই
তিনি তোমাদেরকে
সমবেত করবেন কেয়ামতের
দিন, এতে বিন্দুমাত্র
সন্দেহ নেই। তাছাড়া আল্লাহর
চাইতে বেশী সত্য
কথা আর কার হবে!
[4:88]
অতঃপর
তোমাদের কি হল
যে, মুনাফিকদের
সম্পর্কে তোমরা দু’দল হয়ে
গেলে? অথচ
আল্লাহ তা’আলা তাদেরকে
ঘুরিয়ে দিয়েছেন
তাদের মন্দ কাজের কারনে!
তোমরা কি তাদেরকে
পথ প্রদর্শন করতে
চাও, যাদেরকে
আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ
যাকে পথভ্রান্ত
করেন, তুমি
তার জন্য কোন
পথ পাবে না।
[4:89]
তারা
চায় যে, তারা যেমন কাফের, তোমরাও
তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা
এবং তারা সব সমান
হয়ে যাও। অতএব, তাদের
মধ্যে কাউকে বন্ধুরূপে
গ্রহণ করো না, যে পর্যন্ত
না তারা আল্লাহর
পথে হিজরত করে
চলে আসে। অতঃপর
যদি তারা বিমুখ
হয়, তবে তাদেরকে
পাকড়াও কর এবং
যেখানে পাও হত্যা
কর।
তাদের মধ্যে
কাউকে বন্ধুরূপে
গ্রহণ করো না
এবং সাহায্যকারী
বানিও না।
[4:90]
কিন্তু
যারা এমন সম্প্রদায়ের
সাথে মিলিত হয়
যে, তোমাদের
মধ্যে ও তাদের
মধ্যে চুক্তি আছে
অথবা তোমাদের
কাছে এভাবে আসে
যে, তাদের
অন্তর তোমাদের
সাথে এবং স্বজাতির
সাথেও যুদ্ধ করতে
অনিচ্ছুক। যদি আল্লাহ ইচ্ছে
করতেন, তবে তোমাদের
উপর তাদেরকে প্রবল
করে দিতেন। ফলে তারা
অবশ্যই তোমাদের
সাথে যুদ্ধ করত। অতঃপর
যদি তারা তোমাদের
থেকে পৃথক থাকে
তোমাদের সাথে যুদ্ধ
না করে এবং তোমাদের
সাথে সন্ধি করে, তবে আল্লাহ
তোমাদের কে তাদের বিরুদ্ধে
কোন পথ দেননি।
[4:91]
এখন তুমি
আরও এক সম্প্রদায়কে
পাবে। তারা তোমাদের কাছেও
স্বজাতির কাছেও
এবং নির্বিঘ্ন
হয়ে থাকতে চায়। যখন তাদেরকে
ফ্যাসাদের প্রতি মনোনিবেশ
করানো হয়, তখন তারা
তাতে নিপতিত হয়, অতএব তারা
যদি তোমাদের থেকে নিবৃত্ত
না হয়, তোমাদের
সাথে সন্ধি না
রাখে এবং স্বীয়
হস্তসমূহকে বিরত
না রাখে, তবে তোমরা তাদেরকে
পাকড়াও কর এবং
যেখানে পাও হত্যা
কর।
আমি তাদের
বিরুদ্ধে তোমাদেরকে
প্রকাশ্য যুক্তি-প্রমাণ
দান করেছি।