[4:128]
যদি কোন
নারী স্বীয় স্বামীর
পক্ষ থেকে অসদাচরণ
কিংবা উপেক্ষার
আশংকা করে, তবে পরস্পর
কোন মীমাংসা করে
নিলে তাদের উভয়ের
কোন গোনাহ নাই। মীমাংসা
উত্তম। মনের সামনে
লোভ বিদ্যমান
আছে। যদি
তোমরা উত্তম কাজ
কর এবং খোদাভীরু
হও, তবে, আল্লাহ
তোমাদের সব কাজের
খবর রাখেন।
[4:129]
তোমরা
কখনও নারীদেরকে
সমান রাখতে পারবে
না, যদিও এর আকাঙ্ক্ষী
হও।
অতএব, সম্পূর্ণ
ঝুঁকেও পড়ো না
যে, একজনকে
ফেলে রাখ দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন
কর এবং খোদাভীরু
হও, তবে আল্লাহ
ক্ষমাশীল, করুণাময়।
[4:130]
যদি উভয়েই
বিচ্ছিন্ন হয়ে
যায়, তবে আল্লাহ
স্বীয় প্রশস্ততা
দ্বারা প্রত্যেককে
অমুখাপেক্ষী করে
দিবেন। আল্লাহ সুপ্রশস্ত, প্রজ্ঞাময়।
[4:131]
আর যা
কিছু রয়েছে আসমান
সমূহে ও যমীনে
সবই আল্লাহর। বস্তুতঃ
আমি নির্দেশ দিয়েছি
তোমাদের পূর্ববর্তী
গ্রন্থের অধিকারীদেরকে
এবং তোমাদেরকে
যে, তোমরা
সবাই ভয় করতে থাক
আল্লাহকে। যদি তোমরা
তা না মান, তবে জেনো, সে সব
কিছুই আল্লাহ তা’আলার যা
কিছু রয়েছে আসমান
সমূহে ও যমীনে। আর আল্লাহ
হচ্ছেন অভাবহীন, প্রসংশিত।
[4:132]
আর আল্লাহরই
জন্যে সে সবকিছু
যা কিছু রয়েছে
আসমান সমূহে ও যমীনে। আল্লাহই
যথেষ্ট কর্মবিধায়ক।
[4:133]
হে মানবকূল, যদি আল্লাহ
তোমাদেরকে সরিয়ে
তোমাদের জায়গায়
অন্য কাউকে প্রতিষ্ঠিত
করেন? বস্তুতঃ
আল্লাহর সে ক্ষমতা
রয়েছে।
[4:134]
যে কেউ
দুনিয়ার কল্যাণ
কামনা করবে, তার জেনে
রাখা প্রয়োজন
যে, দুনিয়া
ও আখেরাতের কল্যাণ
আল্লাহরই নিকট
রয়েছে। আর আল্লাহ
সব কিছু শোনেন
ও দেখেন।