82 Al-Infitar
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি
দয়ালু।
[82:1]
যখন
আকাশ বিদীর্ণ হবে,
[82:2]
যখন
নক্ষত্রসমূহ ঝরে
পড়বে,
[82:3]
যখন
সমুদ্রকে উত্তাল
করে তোলা হবে,
[82:4]
এবং
যখন কবরসমূহ উম্মোচিত
হবে,
[82:5]
তখন
প্রত্যেকে জেনে
নিবে সে কি অগ্রে প্রেরণ
করেছে এবং কি পশ্চাতে
ছেড়ে এসেছে।
[82:6]
হে
মানুষ, কিসে তোমাকে
তোমার মহামহিম
পালনকর্তা সম্পর্কে
বিভ্রান্ত করল?
[82:7]
যিনি
তোমাকে সৃষ্টি
করেছেন, অতঃপর তোমাকে
সুবিন্যস্ত করেছেন
এবং সুষম করেছেন।
[82:8]
যিনি
তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
[82:9]
কখনও
বিভ্রান্ত হয়ো
না; বরং তোমরা
দান-প্রতিদানকে
মিথ্যা মনে কর।
[82:10]
অবশ্যই
তোমাদের উপর তত্ত্বাবধায়ক
নিযুক্ত আছে।
[82:11]
সম্মানিত
আমল লেখকবৃন্দ।
[82:12]
তারা
জানে যা তোমরা
কর।
[82:13]
সৎকর্মশীলগণ থাকবে
জান্নাতে।
[82:14]
এবং
দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
[82:15]
তারা
বিচার দিবসে তথায়
প্রবেশ করবে।
[82:16]
তারা
সেখান থেকে পৃথক
হবে না।
[82:17]
আপনি
জানেন, বিচার দিবস
কি?
[82:18]
অতঃপর
আপনি জানেন, বিচার
দিবস কি?
[82:19]
যেদিন
কেউ কারও কোন উপকার
করতে পারবে
না এবং সেদিন সব
কতৃêত্ব হবে আল্লাহর।